您现在的位置是:तुला राशि भविष्यवाणी 2023 >>正文

Howrah Money Recover: শৈলেশের আরও একটি ফ্ল্যাটে উদ্ধার প্রায় ৬ কোটি টাকা, শিবপুরেও টাকার পাহাড়

तुला राशि भविष्यवाणी 2023828人已围观

简介হাওড়ার শিবপুরে (Shibpur) থেকে উদ্ধার আরও টাকা। ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের (Shailesh Pandey) ভাইয়ের ফ্ল্ ...

হাওড়ার শিবপুরে (Shibpur) থেকে উদ্ধার আরও টাকা। ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের (Shailesh Pandey) ভাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৬ কোটি টাকা নগদ। শিবপুরের ৩৫ নম্বর অপ্রকাশ মুখার্জি লেনের ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সোনার গয়নাও। তবে এখনও খোঁজ নেই শৈলেশ পাণ্ডের। টাকা উদ্ধারের পর ফ্ল্যাট সিল করে দেয়পুলিশ।জানা গিয়েছে,শৈলেশেরআরওএকটিফ্ল্যাটেউদ্ধারপ্রায়৬কোটিটাকাশিবপুরেওটাকারপাহাড় আবাসনের চারতলায় ফ্ল্যাটের নেমপ্লেটে রয়েছে শৈলেশ পাণ্ডে এবং তাঁর ভাই রোহিত পাণ্ডের (Rohit Pandey) নাম। রয়েছে। তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন কলকাতা পুলিশের (Kolkata Police) আধিকারিকরা। সকাল ৮টা নাগাদ পুলিশ এই আবাসনের ফ্ল্যাটটিতে ঢোকে। ফ্ল্যাট থেকে প্রায় ৬ কোটি টাকা পাওয়া যায়। এখনও চলছে টাকা গোনার কাজ। টাকা গোনার জন্য় আনা হয়েছে মেশিন। ২টি ল্যাপটপ-সহ বেশ কিছু ব্যাঙ্ক নথিও বাজেয়াপ্ত করা হয়েছে ফ্ল্যাট থেকে।গতকাল সকালে হাওড়ার মন্দিরতলার অপ্রকাশ মুখার্জি লেনের একটি আবাসনে হানা দেয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। সেখানকার বাসিন্দা ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের বাড়িতে যা লালবাজারের গোয়েন্দারা। একটি গাড়ি থেকে নগদ ২ কোটি টাকা উদ্ধার করেন। এছাডা়ও পাওয়া গিয়েছে প্রচুর সোনা ও হিরের গয়না।কানাড়া ব্যাঙ্কের দুটি অ্যাকাউন্ট থেকে রহস্যজনক লেনদেন নিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে খোঁজ মেলে শিবপুরের ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের। কানাড়া ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার লালবাজারের ব্যাঙ্ক ফ্রড শাখায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ব্যাঙ্কের নরেন্দ্রপুর শাখায় দুটি কোম্পানির নাম করে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়। সেই দুটি অ্যাকাউন্ট থেকে অনলাইনে রহস্যজনক লেনদেন হয়েছে।

Tags:

相关文章



友情链接