您现在的位置是:आईपीएल स्कोरकार्ड >>正文

অবাক কাণ্ড! ১৫ দিনে ৩ বার সাপের কামড় খেয়েও বহাল তবিয়তে 'মৃত্যুঞ্জয়' বালক

आईपीएल स्कोरकार्ड7941人已围观

简介বিহারের ঔরঙ্গাবাদ জেলায় ঘটে গেল অদ্ভুত ঘটনা। ১২ বছরের এক বালককে গত ১৫ দিনে তিনবার সাপে কামড়ালো। কি ...

বিহারের ঔরঙ্গাবাদ জেলায় ঘটে গেল অদ্ভুত ঘটনা। ১২ বছরের এক বালককে গত ১৫ দিনে তিনবার সাপে কামড়ালো। কিন্তু প্রতিবারই বেঁচে গেল বালকটি। বারংবার এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত বালকের পরিবার। ছেলেটিকে জেহানাবাদে তার পিসির বাড়িতে পাঠিয়ে দিয়েছেন পরিবারের সদস্যরা।ঘটনাটি ঘটেছে ঔরঙ্গাবাদের মফস্বল থানা এলাকার বিজোই গ্রামে। শিশুটির দাদু ফেকান ভগত জানান,অবাককাণ্ড১৫দিনে৩বারসাপেরকামড়খেয়েওবহালতবিয়তেমৃত্যুঞ্জয়বালক গত ২ জুলাই তাঁর নাতি নীরজকে বাড়ির বাইরে একটি বিষাক্ত সাপে কামড়ায়। নীরজের চিৎকার শুনে লোকজন সেখানে পৌঁছে দেখেন তাকে সাপে কামড়েছে। এটি ছিল সাপের কামড়ানোর প্রথম ঘটনা। সঙ্গে সঙ্গে তাকে ঔরঙ্গাবাদ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মগধ মেডিক্যাল কলেজে রেফার করা হয় নীরজকে।সুস্থ হওয়ার পর নীরজ একদিন বাড়ির বাইরে খেলা করছিল। সেই সময় ফের তাকে সাপে কামড়ায়। এবার পরিবারের সদস্যরা ঝাড়-ফুঁক করালে সুস্থ হয়ে যায় নীরজ। তবে সেখানেই শেষ হয়, গত ১৩ জুলাই তৃতীয়বার তাকে সাপে দংশন করে। সেবারও কামড়ের জেরে চিৎকার করে ওঠে নীরজ।এরপর অজ্ঞান হয়ে যায় সে। মুখ থেকে গ্যাঁজলা বেরোতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর সুস্থ হয় নীরজ। একই বালককে বারবার সাপে কামড়ানোর ঘটনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এলাকায়। যার জেরে আতঙ্কও গ্রাস করেছে স্থানীয়দের। সবার মনেই প্রশ্ন, কেন বারবার একই মানুষকে কামড়াচ্ছে সাপ? -

Tags:

相关文章



友情链接