您现在的位置是:आईपीएल मैच स्कोर >>正文

East Bengal FC: ডার্বির আগে স্বস্তি, সুস্থ হচ্ছেন ইস্টবেঙ্গলের এই দুই বিদেশি

आईपीएल मैच स्कोर611人已围观

简介ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলার অ্যালেক্স লিমার (Alex Lima) চোট গুরুতর নয়। এর জেরেই স্বস্তিতে স্টিফেন কন ...

ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলার অ্যালেক্স লিমার (Alex Lima) চোট গুরুতর নয়। এর জেরেই স্বস্তিতে স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine)। এলিয়ান্দ্রো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। অনুশীলনেও যোগ দিয়েছেন। তবে এই দুই ফুটবলারকেই নর্থ ইস্ট ইউনাইটেডের (North East United FC) বিরুদ্ধে পাবেন না স্টিফেন। ইস্টবেঙ্গল কোচ,ডার্বিরআগেস্বস্তিসুস্থহচ্ছেনইস্টবেঙ্গলেরএইদুইবিদেশি অ্যালেক্স লিমার চোট নিয়ে বেশ চিন্তায় ছিলেন। শেষ পর্যন্ত চোট গুরুতর না হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে তিনি। বুধবার সকালে প্র্যাকটিস করে সাড়ে তিনটের বিমানে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে উড়ে গিয়েছে লাল হলুদ। ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) টানা দুই ম্যাচে হার। শুরুটা ভাল না হয়াত বেশ চাপে রয়েছে দল। সামনেই ডার্বি। সেই ম্যাচের আগে দলকে চাঙ্গা করাই চ্যালেঞ্জ স্টিফেনের কাছে। যদিও গোলরক্ষক কমলজিৎ সিংকে পাশে বসিয়ে স্টিফেন কনস্ট্যান্টাইন বলছেন, 'শেষ দুটো ম্যাচে হারলেও খেলার উন্নতি হয়েছে। এটাই ইতিবাচক দিক। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সেই ইতিবাচক অগ্রগতির গ্রাফ আরও উঁচুতে নিয়ে যাওয়াই লক্ষ্য।'' বিশেষ করে এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে যে ধরনের ফুটবল খেলেছিল দল তারই পুনরাবৃত্তি নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে করতে চাইছেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ।আরও আক্রমনাত্মক ফুটবল খেলার কথা বলছেন তিনি। দলে চোট আঘাত সমস্যা রয়েছে। পাশাপাশি দলের ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব। মাঝমাঠে মিস পাস বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে। যে দলটা প্র্যাকটিস ম্যাচে একের পর এক গোল করছিল, সমর্থকদের মনে আশা জাগিয়েছিল, তারাই আইএসএলের মঞ্চে একেবারে ব্যর্থ।স্টিফেন বলেন, “আমি আগেও বলেছি চার সপ্তাহের ট্রেনিং যথেষ্ট নয়। পুরো দল হিসেবে গড়ে উঠতে বেশ কিছু ম্যাচ প্র্যাকটিস দরকার। প্রস্তুতি ম্যাচ যাদের সঙ্গে খেলেছি তাদের তুলনায় আইএসএলের প্রতিপক্ষ অনেক শক্তিশালী। ফলে সমস্যা হচ্ছে। তবে গত দুটো ম্যাচে আমাদের উন্নতি হয়েছে। আশা করছি আগামী ম্যাচগুলিতেও ধীরে ধীরে দল উন্নতি করবে। শুধুমাত্র সুমিত পাসি বা কোনও একজনকে কাঠগড়ায় তোলা উচিত নয়। আমার দলের সাতাশ জন ফুটবলারের সামগ্রিক উন্নতি দরকার। এবং সেটা হচ্ছেও।” ছক পরিবর্তনের কোনও ইঙ্গিত দেননি তিনি। একই ভাবে ডার্বি নিয়েও এখনই ভাবনা চিন্তা শুরু করার কথাও বলছেন না। সামনে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ। সেই ম্যাচেই মনসংযোগ করার কথাই বলছেন স্টিফেন কনস্ট্যান্টাইন।

Tags:

相关文章



友情链接